বাংলা এক্সপ্রেস ডেস্কঃ প্যারালাইসিস, শারীরিক প্রতিবন্ধিতা, দূর্ঘটনায় সৃষ্টি হওয়া ব্যথার সুস্থতা নিশ্চিত করতে সিলেটের ফেঞ্চুগঞ্জে সামাদ প্লাজার নিচ তলায় চালু হয়েছে ফিজিওথেরাপি সেন্টার৷
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সমাজকর্মী জাবেদ আহমদ তারু, আব্দুর রউফ, সবুজ মিয়া, থেরাপিস্ট হাম্মাদ সাদী শিপন প্রমুখ৷
মোনাজাত পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ মসজিদের খতিব।
প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান মেহেদী হাসান আরিফ জানান, ‘অত্র এলাকার রোগীরা সিলেটে গিয়ে থেরাপি দিতে হতো৷ এখন থেকে আমাদের প্রতিষ্ঠানে পরিক্ষিত ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হবে৷ মহিলাদের সুবিধার্থে নারী ফিজিওথেরাপিস্ট রয়েছেন। আমরা আশাবাদী রোগীদের যথাযথ সেবা দিতে সক্ষম হবো৷’
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, ০১৭১৪৯০০৪৫৫