![InShot_20231005_145942696](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/10/InShot_20231005_145942696.jpg)
ফিলিস্তিন সংকট সমাধানের দাবিতে যৌথ বিক্ষোভ করেছে ইসরায়েল ও ফিলিস্তিনি নারীরা। বুধবার (৪ অক্টোবর) ‘উইমেন ওয়েজ পিস’ ও ‘উইমেন অব দ্য সান’ এ দুটি সংগঠনের ব্যানারে জেরুজালেমে হয় এই বিক্ষোভ। খবর এপি ও এএফপির।
বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে, ‘আমরা শান্তি চাই’। অনেকে সাদা পোশাক পরিধান করে বিক্ষোভ র্যালিতে এসেছিলেন। প্ল্যাকার্ডে লেখা ছিল– আমাদের শিশুদের হত্যা করা বন্ধ করুন। একজন অ্যাক্টিভিস্ট এএফপিকে বলেন, আমরা চাই, আমাদের বাচ্চারা বেঁচে থাকুক।
বিশাল র্যালিতে অংশ নেন শত শত নারী। এসময় বিক্ষোভকারীরা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানান। আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সংঘাত বন্ধের দাবিও তোলেন। যদিও ইসরায়েলের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফিলিস্তিনের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
চলতি বছর গাজা ও পশ্চিম তীরে আগ্রাসনও কয়েকগুণ বাড়িয়েছে রাষ্ট্রটি। এ বছর অন্তত ২৪৩ ফিলিস্তিনি এবং ৩২ জন ইসরায়েলি নিহত হয়েছে সংঘর্ষে।