![InShot_20200624_180913161.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/InShot_20200624_180913161.jpg)
আজিজুর রহমান দুলাল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর প্রেস এসোসিয়েশন (এফপিএ) এর সভাপতি হায়দার খানের সভাপতিত্বে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
২৪ শে জুন বুধবার সকালে শহরের হাই স্কুল মার্কেটের ৩য় তলায় আলাদিন চাইনিজ রেস্টুরেন্ট এ আলোচনা সভা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের লিখিত গঠনতন্ত্র সম্পর্কে সকল সদস্যদের পাঠ করে শুনান সংগঠনের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাবু। সাধারণ সম্পাদকের বক্তব্যে তিনি বলেন কোন সাংবাদিক কোন নিউজ প্রকাশ করার আগে ঘটে যাওয়া ঘটনার সঠিক তথ্য সংগ্রহ করে প্রকাশ করবেন। আরোও বলেন যদি ব্যক্তি হিসেবে কেউ নিজের তথ্য প্রকাশ করা অর্থাৎ তার কথায় নিউজ করতে বলেন তবুও ঘটনার সঠিক তথ্য অনুযায়ী নিউজ প্রকাশ করার আহবান জানান। তিনি আরো বলেন সংগঠনে মাদক কারবারি, দেশ বিরোধী, সামাজিক সমস্যা সৃষ্টিকারী কেউ স্থান পাবে না। যারা সদস্য হয়েছে তাদের কেউ এ ধরনের অন্যায়ে জড়িত বা ভবিষ্যতে করলেও প্রমাণ পেলে তাকে সদস্য থেকে বের করা হবে বলে হুশিয়ারী দেন।
এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, ফরিদপুর প্রেস এসোসিয়েশন একটি অরাজনৈতিক,অলাভজনক সংগঠন। সংঠনের সকল সংবাদ কর্মিদের বস্তু নিষ্ঠ সত্য সংবাদ প্রকাশের জন্য আহবান জানান। এছাড়াও সততা ও সত্যের লড়াই নিয়ে এ সংঠন এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন। সভাপতি আরো বলেন, ফরিদপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রোর্যাল জার্নালিস্ট এসোশিয়েশনসহ একাধিক সংগঠন ফরিদপুরে রয়েছে। সবার প্রতি সম্মান প্রদর্শন করে সংগঠনের সংবাদকর্মিদের চলার জন্য অনুরোধ করেন সভাপতি। এ সময় তিনি আরো বলেন বিরাজমান নোভেল করোনার (কোভিড ১৯) আতংক নয়, সচেতনাই যথেষ্ট। এই মহামারির প্রভাবে সংগঠনের আজকের সভার কার্যক্রম সীমিত করা হয়েছে। কারন বর্তমান বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপি বিরাজমান মহমারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেরেই চলেছে। তাই বাংলাদেশের অনেক যায়গাকেই ঝুকিপূর্ন বলে মনে করে রেড জোনের আওতায় আনা হচ্ছে। সবাইকে সচেতনতা অবলম্বন করে সংবাদ সংগ্রহ করার জন্য অনুরোধ করেন ফরিদপুর প্রেস এসোসিয়েশন (এফপিএ) এর সভাপতি হায়দার খান ।