আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌরসভার ৪ নং ওয়াডের নওয়াপাড়া গ্রামের মোর্শেদ তালুকদারের শিশু পুত্র জুবায়ের(৩) শিয়াল মারা বিদ্যুতের পাতা ফাঁদে জড়িয়ে মা বাবার সামনেই করুন মৃত্যু হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায় গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ির উপরে স্হাপিত পোলটি মুরগির ফার্মে শিয়াল মারার জন্য ফাঁদ পাতে পোল্টি ব্যবসায়ী মোর্শেদ। এ সময় শিশু জুবায়ের বাবা মায়ের অজান্তে হাটতে হাটতে গিয়ে শিয়াল মারা ফাঁদে জড়িয়ে যায়। মা বাবা মুরগির ফার্ম থেকে বাইরে বের হয়ে শিশু জুবায়েরকে ফাঁদে জড়ানো দেখে বিদুৎতের লাইন বন্ধো করার পূর্বেই তার মৃত্যু হয়। ঘটনা নিয়ে পরিবারে এক করুন দৃশ্যের অবতারনা হয়। মা বাবা সহ গোটা পরিবার শোকে মূয্যমান। শিশু পুত্রের করুন মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়। ওই রাতেই শিশুটিকে নওয়াপাড়া কুচিয়াগ্রাম কবর স্থানে দাফন করা হয়।
গভির রাতে উপজেলা চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান নিহত শিশুর পরিবারকে শান্তনা দিতে তাদের বাড়িতে ছুটে যান। মোর্শেদ তালুকদারের ২ ছেলে মেয়ের মধ্যে নিহত জুবায়ের ছোট। বর্তমানে তার মুনিয়া নামের ৬ বছরের ১টি কন্যা সন্তান রয়েছে।