June 5, 2023, 1:44 pm
সর্বশেষ:
কয়লা সংকটে বন্ধ হলো পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বাড়তে পারে লোডশেডিং বিএনপির সময় দেশে প্রতিদিন ১৮ ঘন্টা বিদ্যুৎ ছিল না: আমু অনুমতির না পাওয়ায় এবার ছুটির দিন বিক্ষোভ কর্মসূচি পালন করতে চায় জামায়াত আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব উদযাপন কয়রায় আইনজীবীদের সাথে ইঞ্জিঃ প্রেম কুমারের মতবিনিময় ৪ দিন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা কালভার্ট নির্মানে অনিয়মে ফাটলে ঝুকিপূর্ণ কালভার্ট হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী দুর্বৃত্তদের দেয়া বিষে চার লক্ষাধিক টাকার গাভির মৃত্যু, আরও ৫টি গাভি অসুস্থ চা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

ফরিদপুরে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হাসপাতালে প্রেরণ

  • Last update: Friday, May 12, 2023

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে পাওনা টাকা চাওয়ায় স্বপন শেখ (২৮) নামের এক যুবককে কাঠের বাটাম দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয় সুজন নামের এক ব্যবসায়ী। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বি এস ডাঙ্গি গ্রামের আদর্শ স্কুল রোডে সুজনের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনার পর গা ঢাকা দিয়েছে সুজন।

স্বপন সদর ইউনিয়ন এর আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ জালালের তৃতীয় পুত্র। সে চুক্তিতে ফার্নিচার রঙের কাজ করত। সে সুবাদে সুজনের কাছে টাকা পেত স্বপন। সুজন ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজারের পিয়ারপুর এলাকার বাসিন্দা।

Advertisements

সে গত ১৩ বছর ধরে চরভদ্রাসন উপজেলায় ফার্নিচারের ব্যবসা করছিল। বর্তমানে সে রশিদ শেখ নামের এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছিলো । প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে সুজনের দোকানে এসে পাওনা টাকা চায় স্বপন। এক পর্যায়ে টাকার হিসাব নিয়ে স্বপন ও সুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

কিছু বুঝে ওঠার আগেই সুজন কাঠের একটি বাটাম দিয়ে স্বপনের মাথায় আঘাত করে, এতে সে সাইকেল নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা স্বপনকে নিয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওই সময়ের কর্তব্যরত চিকিৎসক প্রিন্স মাহমুদ জানান, স্বপনের অবস্থা আশঙ্কা জনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্বপনের বড় ভাই সেলিম বলেন, স্বপনকে নিয়ে ফরিদপুর যাওয়ার পর সেখানেও তাকে চিকিৎসা প্রদান করা সম্ভব না হলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। স্বপনের মাথার বাঁ পাশের হাড় অনেকগুলো টুকরো হয়ে গেছে।

শুক্রবার বেলা একটার দিকে তার অপারেশন শেষ হয়। বর্তমানে সে আশঙ্কা জনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, এরকম একটি ঘটনার কথা তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC