আজিজুর রহমান দুলালঃ আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম শহীদ।
বুধবার বিকালে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমা দিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে শেখ শহীদুল ইসলাম বলেন, যদি দল আমাকে মনোনয়ন দেন তাহলে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করব। আর যদি না দেন তাহলে করবো না। দল যে স্বীদ্ধান্ত দেবে তা আমি মেনে নেবো।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আশাকরি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন করতে দল আমাকে মনোনয়ন দেবেন। এসময় জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Drop your comments: