আজিজুর রহমানঃ আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় তিন নম্বর আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবন (কমপ্লেক্স) উদ্বোধন করা হয়েছে। এছাড়াও প্রত্যন্ত এলাকার সড়ক, ব্রীজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে শহর ও গ্রামের পার্থক্য দূর করেছে। স্থানীয় সরকার শক্তিশালী করতে সরকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি গতকাল সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্রায় ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের সাংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল তার বক্তব্যে এসব কথা বলেন।
৫৩ নং বড়ভাগ সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন কালে সংসদ সদস্য আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হবে এবং দেশ অনেক দুর এগিয়ে যাবে। গত কয়েক বছরে (আলফাডাঙ্গা,বোয়ালমারী,মধুখালি) এই তিন উপজেলায় ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। আগামী দিনে সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী সেলিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,উপজেলা ইন্জিনিয়ার রাহাত ইসলাম, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হাসান,নবনির্বাচিত টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল আহমেদ গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুর রহমান প্রমুখ।