আজিজুর রহমান দুলালঃ ২৬ মার্চ (শনিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের পূর্ব ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য বিভিন্ন কর্মসূচীর পালন করেন আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ৬;৩০ টায় উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পত্রিকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিপি, কাপ স্কাউট, গার্লস গাইড, রোভার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী।
১১ঃ৩০টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তি যোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধার সন্তানদের সংবার্ধনা ও আলোচনা সভা। বাদ যোহর জাতির শান্তি, অগ্রগতি এবং মুক্তিযোদ্ধা বীর সহিদদের আত্মার শান্তি কামনা বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ১ঃ৩০ মিনিটের সময় হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনা করা,বিকাল ৪ঃ৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচঃ বীর মুক্তিযোদ্ধা ও সুদী সমাজ বনাম উপজেলা প্রশাসন একাদশ, এবং সব শেষে সন্ধ্যা ৬ঃ৩০টার সময় থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান।
এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের প্রধান, বিভিন্ন দপ্তরের প্রধান বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি ছাত্র ছাত্রীবৃন্দ। এ অনুষ্ঠানের স্বার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো:মহিন উদ্দিন।