March 21, 2023, 5:20 pm

প্রেমিকা অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করায় যুবকের আত্মহত্যা

  • Last update: Tuesday, January 17, 2023

পাবনা সদর উপজেলায় প্রেমিকার প্রতি অভিমান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

রোববার (১৫ জানুয়ারি) রাতে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার দোগাছী ইউনিয়নের লাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisements

নিহত আশরাফুল লাছিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে আশরাফুল ইসলাম আশরাফ (২৩)। তিনি পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিংয়ের কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুলের সঙ্গে দোগাছী কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত বৃহস্পতিবার দোগাছী কলেজ প্রাঙ্গণে দুজনের বাগবিতণ্ডার মধ্যে প্রেমিকাকে থাপ্পড় মারেন আশরাফুল। পরে বিষয়টি পারিবারিক পর্যায়েও চলে যায়। এ নিয়ে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন।

Advertisements

সর্বশেষ দুটি স্ট্যাটাসে তিনি ফেসবুকে লিখেন, ‘তোমার সাহসিকতা দেখে আমি সত্যি বিস্মিত! তোমাকে এত ভালোবাসার পরেও তুমি অন্যের প্রতি যুকে পড়েছ। তাহলে কি সত্যি আমি ভালোবাসতে পারিনি? আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ভালো থেকো সবাই.! আমিও ভালো থাকব ওপারে……।’ সর্বশেষ স্ট্যাটাস দিয়েই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে বিষয়টি টের পান এবং পুলিশকে খবর দেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, রোববার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC