প্রবাসে নারী কর্মীদের ত্যাগকে ছোট করে দেখার সুযোগ নেই৷ প্রবাসী নারী কর্মীদের ত্যাগের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি। নিজ জন্মভূমি থেকে দূরে এসে নারীরা পরিবারের হাল ধরেছেন। শুধু পরিবার নয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে নারীরা কাজ করে যাচ্ছেন৷
শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের আয়োজনে আমিরাতের আজমানে শীতবস্ত্র বিতরণ ও নারী কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় বহু ধনী দেশ যেখানে বিপর্যস্ত সেখানে আমাদের দেশ শক্ত অর্থনৈতিক অবস্থায় রয়েছে। আর সেটি সম্ভব হয়েছে প্রবাসীদের কারণে। তাই সরকার ও দেশের মানুষ প্রবাসীদের নিয়ে গর্ববোধ করেন।’
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবিদা হোসেনের সভাপতিত্বে ও কনস্যুলেটের লেবার কাউন্সেলার ফাতেমা জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন রেবেকা সুলতানা কাকলি, জুলি জাফর, ড. জিনাত রেজা খান, ইয়াসমিন মেরুনা, শাহিন শেফা, হেলেনা পারভিন, ফাহমিদা চৌধুরী, স্বপ্না মনি, নাহিদা পারভিন মুন্নি, শবনম আক্তার, মাহবুবা সিদ্দিকা, শিরিনা আফরোজ, শাহেদা আক্তার মিতু, ডলি রহমান, তানজিলা ও সাইদা ইসলাম।
আবিদা হোসেন বলেন, ‘আমাদের সংগঠন আমিরাতের বাংলাদেশী নারী কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরও উন্নত অবস্থায় নিয়ে যেতে কর্মসূচী হাতে নিয়েছে। নারী কর্মীদের সহযোগিতায় কিছু করতে পারলে আমরা নিজেদের সার্থক মনে করবো৷’
তিনি বলেন, নারীদের পেছনে রাখার সুযোগ নেই৷ বাংলাদেশ আজ নারী উন্নয়নে বিশ্বে একটি দৃষ্টান্ত। দেশ ছেড়ে প্রবাসেও আমাদের নারীরা সুনামের সঙ্গে দক্ষতার নজির রেখে যাচ্ছেন৷’
এসময় বিভিন্ন নারী সংগঠক, নারী উদ্যোক্তা ও প্রবাসী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন৷