প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগের এই প্রবীণ সংসদ সদস্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শফিকুর রহমান চৌধুরী দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন।
এর আগে সন্ধ্যায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ১১জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করেন।
Drop your comments: