![IMG_20200522_023935.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/05/IMG_20200522_023935.jpg)
নিজস্ব প্রতিবেদকঃ আমিরাতের শারজায় করোনাভাইরাসে বিপর্যস্ত প্রবাসীদের মাঝে ইফতার ইফতার সামগ্রী বিতরণ শারজা স্পেয়ার পার্টস ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) শারজার বিভিন্ন স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
![](https://banglaexpress.ae/wp-content/uploads/2020/05/img_20200522_0240041071416392.jpg)
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন, আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম দিনু, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ শহিদুল ইসলাম (শহিদ), মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নুরুল কাদের, আনওয়ার, মোহাম্মদ ইউচুফ, ইসমাইল, নাজিম, ও মোহাম্মদ আবছার প্রমুখ।
Drop your comments: