মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে শার্শা উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার(১৩ অক্টোবর) বিকাল ৪ টায় শার্শা উপজেলার নাভারন কলেজ মোড় থেকে বিশাল একটি আনন্দ মিছিল বের করে শার্শা উপজেলা ছাত্রলীগ।পরে সাতক্ষীরা মোড় পদক্ষিণ করে নাভারণ কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এই সময় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় আমরা কৃতজ্ঞ,আমরা ধন্যবাদ জানাই। সারাদেশে ছাত্রলীগের কর্মীরা ধর্ষকদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের প্রিয় দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড করেছে।