দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে ভরাডুবি ঘটেছে মহাজোটের শরিক বিকল্প ধারার প্রার্থী মাহি বি চৌধুরীর। একাদশ সংসদের এই সংসদ সদস্য প্রায় ৭৮ হাজার ভোটের ব্যবধানে নৌকার বিরুদ্ধে হেরে গেছেন।
মুন্সীগঞ্জ-১ আসনে থেকে বিজয়ী হয়েছেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। এই আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ৯৫৮৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির ট্রাক মার্কায় পেয়েছেন ৬১,৫৪০ ভোট।
এই আসনের বর্তমান সংসদ সদস্য মাহি বি চৌধুরী তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ১৭৯৩৩ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপির কো-চেয়ারম্যান অন্তরা সেলিম হুদা সোনালী আঁশ প্রতীকে পেয়েছে ৬৩৩৭ ভোট, আতাউল্লাহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে পেয়েছেন ২৬৩৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার আম প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৯ ভোট, বাংলাদেশ কংগ্রেসের নূরজাহান বেগম ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির লতিফ সরকার একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৩২০২ ভোট, জাতীয় পার্টির শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭০ ভোট।
সিরাজদিখান-শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।