পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামের ছেলে রোমিও বেকহ্যামের। ইন্টার মিয়ামির রিজার্ভ দল লাওডারডালের হয়ে মাঠে নামেন তিনি।
বাবার মতোই রাইট উইংয়ে এ খেলতে পছন্দ করেন জুনিয়ন বেকহ্যাম। ১১ নম্বর জার্সি পরেই মাঠে নামেন তিনি। যদিও অভিষেকে বাবার মত ঝলক দেখাতে পারেননি রোমিও। মাঠ ছাড়ার আগে মাত্র ১৯ বার বল স্পর্শ করতে পেরেছেন তিনি।
খেলার শুরুতে নিজের প্রতিভা তেমন দেখাতে না পারলেও ৫৭ মিনিটে সতীর্থ হার্ভে নেভিলের সাথে দারুন বোঝাপড়ায় এগিয়ে যায় তারা। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে রোমিওকে মাঠ থেকে তুলে নেন কোচ ফিল নেভিল। সবশেষ ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় রোমিওর দলকে।
Drop your comments: