মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: প্রতিবেশী দেশ ভারতের বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন উপলক্ষে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বানিজ্য।
রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অফিসের কার্যক্রম চলছে। অন্যদিকে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।
এবিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস প্রক্রিয়াসহ লোড আনলোড স্বাভাবিক আছে। সোমবার থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে পুনরায় বানিজ্য স্বাভাবিক হবে।
Drop your comments: