রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারের আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, বিকাল ৫টার দিকে পাঁচতলা ভবনের চার তলায় একটি জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।