ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ এই ঘটনায় সোমবার রাতে শ্বশুর ও তার এক সহযোগী ধর্ষককে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীনগর উপজেলার বাড়াইল গ্রামের ওই গৃহবূধুর (১৯) স্বামী মাজার ভক্ত হওয়ায় প্রায়ই বিভিন্ন মাজারে রাত্রিযাপন করেন। রোববার তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাত ৮ থেকে ৯ টার মধ্যে শ্বশুর কালা মিয়া (৫০) ও তার সহযোগী পার্শ্ববর্তী থোল্লাকান্দি গ্রামের আবু সাঈদ (৪৫) ওই পুত্রবধূকে (১৯) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এই ঘটনাটি স্থানীয় ভাবে জানাজানি হলে, সোমবার রাতে পুলিশ ধর্ষক শ্বশুর কালা মিয়া ও আবু সাঈদকে গ্রেফতার করে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনার জানান, মাত্র তিন মাস আগে ওই নারীর বিয়ে হয়।
জেলা পুলিশের (নবীনগর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরসহ দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য পুত্রবধূকেও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পূত্রবধূ বাদি হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন।