ময়মনসিংহের গৌরীপুরে পিকনিকের পিকআপভ্যান উল্টে ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোকাইনগর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আব্দুর রহিম জানান, বড়ভাগ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন এবং এলাকার তরুণসহ ৩৫ জনের একটি দল দুর্গাপুরে পিকনিক করতে পিকআপভ্যানে রওনা হয়। পিকআপটি শিবপুর বাজার অতিক্রমের সময় ছেলেদের নাচানাচির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, ঈশ্বরগঞ্জ থেকে পিকনিকের পিকআপভ্যানটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। রাস্তার মাঝখানে উল্টে শিক্ষার্থীরা আহত হন।
গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকী জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।