
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পারাবত ট্রেনের পাওয়ার কারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল। শনিবার (১১ জুন ) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের নিরন্তন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে, শনিবার (১১ জুন) দুপুর পৌনে ১ টার দিকে ট্রেনের একটি বগির নিচে আগুন ধরলে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এদিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। রেলের এডিজি অপারেশন সরদার শাহদাত হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
Drop your comments: