‘সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে।’ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমনই মন্তব্য করেছেন।
শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে এক আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে মুজিবুল হক অনেকটা হাস্যরস করে একথা বলেন।
মহাসড়ক বিল-২০২১ এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়ে বিরোধী দলের একাধিক সদস্য সরকারের সমালোচনা করেন। সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের শুধু বিরোধিতা না করে সরকারের ভালো কাজের প্রশংসা করার আহ্বান জানান বিরোধী দলের প্রতি।
এরপর সংশোধনী প্রস্তাবের আলোচনায় উঠে মুজিবুল হক বলেন, সরকারের ভালো কাজের প্রশংসা করি না, এটা ঠিক নয়। সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মাননীয় স্পিকার, পাবলিক এখন আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলব, বলেন। আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে, তাহলে তো কিছু করার নেই।
একই আলোচনায় স্বতন্ত্র সাংসদ রেজাউল করিম বলেন, প্রশংসার কারণে এই সংসদে বিরোধী দলকে চেনাই যাচ্ছে না।