পাকিস্তানে পালিয়ে গেলেন আফগানিস্তানের জুনিয়র নারী ফুটবল দলের সদস্যরা। বুধবার তোরখাম সীমান্ত পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছান তারা।
তালেবান ক্ষমতা দখলের পর গত একমাস তারা লুকিয়ে ছিলেন। ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে আটকা পড়েন সীমান্ত এলাকায়। শেষ পর্যন্ত ৩২ খেলোয়াড় এবং তাদের পরিবার পাকিস্তানে প্রবেশের সুযোগ পান। লাহোরে ফুটবল ফেডারেশনের হেডকোয়ার্টারে থাকার ব্যবস্থা হয়েছে তাদের।
এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত পৌঁছেছেন মোট ৮১ জন। আরও ৩৪ জন প্রবেশ করবেন বৃহস্পতিবার। আগামী এক মাস কঠোর নিরাপত্তায় পাকিস্তানে থাকবেন আফগান নারী ফুটবলাররা। এসময়ের মধ্যে তৃতীয় কোনো দেশে আশ্রয়ের আবেদন জানাবেন তারা।
এর আগে গত মাসেই পালিয়ে পাকিস্তান চলে যান আফগানিস্তানের সিনিয়র নারী ফুটবলে দলের সদস্যরা।
পাকিস্তান ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সরদার নাভিদ হায়দার খান জানান, পাকিস্তান সরকার তাদের এক মাসের ভিসা দিয়েছে। মোট ১১৫ জনকে আশ্রয় দেয়া হচ্ছে। যাদের মধ্যে ৮১ জন পৌঁছেছেন।