
পাকিস্তানে শুরু হয়েছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৮তম সম্মেলন। রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট হাউজে মঙ্গলবার সম্মেলনটি শুরু হয়। মুসলিম বিশ্ব বর্তমান সময়ে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা নিয়ে এ সম্মেলনে আলোচনা করা হবে। এ খবর দিয়েছে ডন।
খবরে জানানো হয়েছে, দুই দিন ধরে চলবে ৫৭ সদস্যের এই সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। এতে শতাধিক রেজ্যুলেশন পর্যালোচনা করে দেখা হবে। এবারের সম্মেলনের উপপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঐক্য, ন্যায় এবং উন্নয়নের জন্য অংশীদারিত্ব নির্মাণ’। এতে উপস্থিত হয়েছেন ৪৬টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা। বাকি দেশগুলোর উর্ধতন কর্মকর্তারাও এতে যোগ দিয়েছেন। এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেয়ার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। এতে ওআইসিতে পাকিস্তানের ভূমিকা তুলে ধরবেন তিনি। একইসঙ্গে মুসলিম বিশ্ব যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছে তা নিয়েও কথা বলবেন পাক প্রধানমন্ত্রী। বক্তব্য দেয়ার কথা রয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিরও।
বাংলাদেশের পক্ষ থেকে এতে যোগ দিচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। অন্যান্যদের মধ্যে যোগ দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ, ওআইসি’র মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মুহাম্মদ সুলেইমান আল-জাসের এবং চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াঙ্গি ই। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরার একটি ভিডিও বার্তাও এতে প্রদর্শন করা হবে।
আপনার মতামত দিন