পাকিস্তানের বেলুচিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্মান রক্ষার অজুহাতে শাহিনা শাহিন নামের ওই সাংবাদিককে তাঁর স্বামী হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। তবে শাহিনের স্বামীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে গত শনিবার হত্যার ঘটনাটি ঘটে। শাহিনা শাহিন পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিন। শাহিনা শাহিন একটি টক শোর সঞ্চালক ছিলেন। পাশাপাশি স্থানীয় একটি ম্যাগাজিনও সম্পাদনা করতেন। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিনের ভাষ্য অনুযায়ী, শাহিনকে গুরুতর অবস্থায় দুজন ব্যক্তি হাসপাতালে রেখে যান। তাঁদের একজন শাহিনের স্বামী নওয়াবজাদা মাহরাব বলে পরবর্তী সময়ে জানতে পেরেছে পুলিশ।
মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা সিরাজ আহমেদ বলেন, শাহিনের পরিবার এ ঘটনায় তাঁর স্বামী জড়িত থাকার কথা জানিয়েছে। একে ‘অনার কিলিং’ হিসেবে সন্দেহ করছে তারা। ছয় মাস আগেই এ দম্পতি ‘কোর্ট ম্যারেজ’ করেছিলেন।
এর আগে গত নভেম্বরে লাহোরে আরুজ ইকবাল নামের আরেক সাংবাদিককে খুন করার দায়ে তাঁর স্বামী অভিযুক্ত হয়েছেন।
‘অনার কিলিং’ বা পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা পাকিস্তানে প্রায় নিয়মিত ঘটনা। দেশটির মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, প্রতিবছর প্রায় এক হাজার নারী এমন হত্যার শিকার হন।