জনগণের নিরাপত্তার স্বার্থে ও পুলিশের ওপর হামলা হওয়ায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, উসকানিদাতাদের গ্রেফতারসহ অভিযানে অনেক সন্ত্রাসী আটক করেছি।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অভিযান সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা মনে করি মানুষের জান-মালের ক্ষতি করার জন্য, আমাদের পুলিশ সদস্যদের আক্রমণ বা হত্যা করার জন্য এখান থেকে পরিকল্পনা হচ্ছে।
তিনি বলেন, ‘সাধারণ মানুষ যখন হুমকির মুখে পড়েছে, মানুষ যখন আতঙ্কিত হয়েছে আর আমরা যখন হামলার শিকার হয়েছি তখন আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছি৷ আমাদের অসংখ্য সদস্য বোমা হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।’
বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অনেককেই আটক করেছি আমরা। কিন্তু অভিযান পরিচালনাকালে মাথাগোনা সম্ভব না। কিন্তু অনেক সন্ত্রাসী আমরা আটক করেছি। এবং সন্ত্রাসীদের উসকানিদাতাদের গ্রেফতার করেছি। এখান থেকে নাশকতা করার জন্য অনেক বোমা উদ্ধার করা হয়েছে।’ অভিযান এখনও চলমান বলেও উল্লেখ করেন বিপ্লব কুমার সরকার।