পর্তুগালের স্পেন সীমান্তের কাছাকাছি অবস্থিত ভিলা নোভা ডে সার্ভেইরা শহরে সড়ক দুর্ঘটনায় মো. জামাল উদ্দিন (৩৯) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাজে যাওয়ার সময় দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
জামাল উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ পর্তুগালের ভিয়েনা কাস্তেলো অঞ্চলে বসবাস করতেন। স্থানীয় একটি জাহাজনির্মাণ কারখানায় কাজ করতেন জামাল উদ্দিন। মোহাম্মদ জামাল উদ্দিনের মৃত্যুতে পরিবারসহ পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সার্বিক সহযোগিতা করছেন।
এদিকে সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা পর্তুগাল প্রবাসী মোহাম্মদ হাসান অসুস্থতাজনিত কারণে মারা যান। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ফারুক আহমেদ লিটন কাদেরীর শিশুসন্তান আয়েশা আক্তার এবং জহিরুল ইসলাম বাপ্পী নামের এক প্রবাসী মৃত্যুবরণ করেন।
বর্তমান করোনা মহামারির প্রেক্ষাপট এবং গত কিছুদিন ধরে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনায় পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া বিরাজ করছে।