পরিবারের দুই সদস্যের কোভিড-১৯ পরীক্ষার ভুল রিপোর্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে তিনি অভিযোগ জানান।
তিনি বলেন, দেশের বাইরে যাওয়ার জন্য ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে ২৪ জুলাই করোনা পরীক্ষা করা হয়। ২৫ তারিখে অনলাইনে রিপোর্ট নেগেটিভ আসে। ২৬ তারিখে ইংল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশনে করোনা পজেটিভ বলে জানায়। এ ধরনের ভুল রিপোর্ট দেয়ার জন্য সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
Drop your comments: