পবিত্র কোরআনের একটি বিরল পাণ্ডুলিপি ৭৩ কোটি টাকার বেশি দামে বিক্রি হয়েছে। ২৫ জুন লন্ডনের ক্রিশ্চিয়াস নিলাম সেন্টারে পাণ্ডুলিপিটি বিক্রির জন্য হাজির করা হয়েছিল।
সেখানে ৭০ লাখ ১৬ হাজার ২৫০ পাউন্ডে এটি বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭৩ কোটি, ৪৮ লাখ ৯৭ হাজার ৭২৮ টাকা। এটি পঞ্চদশ শতাব্দীর কোরআনের পাণ্ডুলিপি। বিশেষ ধরনের চীনা কাগজে লেখা হয়েছে এটি। এই কোরআনে ব্যবহার হয়েছে নীল, ফিরোজা, গোলাপি, বেগুনি, কমলা ও সবুজ রঙ। এর পৃষ্ঠা এবং প্রচ্ছদে স্বর্ণের কাজ করা হয়েছে।
পাণ্ডুলিপিটি ইরানের অন্তর্গত। এটি তৈমুর অথবা আগা কুইনলুহা’র রাজত্বকালে প্রণীত হয়েছে। নিলামকারী সংস্থাটি বলছে, ‘এটি একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে থাকবে।’
ধারণা করা হয়েছিলো এই কোরআনটি ৬ লাখ থেকে ৯ লাখ পাউন্ডে বিক্রি হবে। তবে শেষ পর্যন্ত বিরল এই পাণ্ডুলিপিটির দাম ৭৩ কোটি টাকা বা ৭০ লাখ পাউন্ড ছাড়ালো। খবর: তেহরান টাইমস