পটুয়াখালীর মির্জাগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসীর স্ত্রীর করা মামলায় মো. মাসুদ খান নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন মো. মাসুদ। প্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে তার বাসায় ঢুকে ধর্ষণচেষ্টা চালান তিনি। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই ইউপি সদস্যকে আটক করে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় ইউপি সদস্য মাসুদকে আটক করা হয়। পরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।