নোয়াখালী প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে নোয়াখালী বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরির্দশক ড.বেনজীর আহমেদ এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ আসনের সংসদ এইছ এম ইব্রাহিম, নোয়াখালী -৬ আসনের সংসদ আয়েশা ফেরদেীস, চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন,জেলা আওয়ামীলীগের আহবায়ক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান একে এম শামসুদ্দিন জেহান, হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুবুর মোরর্শেদ, পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম প্রমূখ।
এর আগে পুলিশ একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় পুলিশ সুপার, বিভিন্ন থানার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেন।