রাজতন্ত্রের দাবিতে নেপালে র্যালি করেছে হাজার হাজার মানুষ। এসময়, রাজতন্ত্রের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। খবর ওয়াশিংটন পোস্টের।
বুধবার (১১ জানুয়ারি) দেশটির রাজধানী কাঠমান্ডুতে শাহ রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা পৃথ্বী নারায়ণ শাহের ভাস্কর্যের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।
২০০৮ সালে ক্ষমতাচ্যুত হন শাহ রাজংশের শেষ রাজা গেয়ানেন্দ্র। এরমধ্যে অবসান ঘটে দেশটির দীর্ঘদিনের রাজতন্ত্রের। তবে এখনও প্রতিবছর, পৃথ্বী নারায়ণের জন্মদিনে রাজতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেন সমর্থকরা। এর আগে কয়েকবার র্যালিতে সহিংসতার ঘটনাও ঘটেছে।
Drop your comments: