নীলফামারীর ডোমার উপজেলায় যৌথ অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, ডোমারের ছোট রাউতা গ্রামে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে রুপাকে গ্রেফতার করেছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার বিরুদ্ধে আদালতে ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।
ডোমার উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, যৌথ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ছয় মাসের জেল দেয়া হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, সোমবার বিকেলে ছোট রাউতা কাজিপাড়া গ্রামে যৌথ অভিযান চালানো করা হয়। নিজ বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ রুপাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুপার বিরুদ্ধে ২৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।