বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক চীনা শ্রমিক নিখোঁজ রয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুর থেকে জি কুইনজন নামে ওই চীনা নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল করিব এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চায়না ওই শ্রমিক সকালে কাজে যোগ দিয়েছেন। কিন্তু দুপুরের খাবারে যোগ দেননি। এরপর তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এখন পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজ শ্রমিক কাজে যোগ দিয়ে সকালে সমুদ্র উপকূলে মাছ ধরতে গেছেন। সকালে আমরা সাগর পাড়ে তল্লাশি করবো। তবে বিষয়টি অবহিত হওয়ার পর থেকে আমরা তার অবস্থান শনাক্তের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
Drop your comments: