নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে বুধবার রাতে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বৈঠকে তারা মোটামুটি আশ্বস্ত হয়েছেন বলে জানান তিনি।
চুন্নু বলেন, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ আশ্বস্ত করেছে আমাদের। তারা কথা দিয়েছেন নির্বাচনের সময় আমাদের নেতাকর্মীদের অযথা হয়রানি, হামলা, হুমকিতে ফেলবেন না। আমরা তাদের আশ্বাসে মোটামুটি আশ্বস্ত হয়েছি। সামনের কার্যক্রমে বাকিটা বোঝা যাবে।”
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
তবে আসন বন্টন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
চুন্নু বলেন, “আমরা আসন বন্টন নিয়ে কোনো কথা বলিনি। কোনো প্রয়োজন আছে বলেও মনে হয় না।”
তিনি বলেন, “নির্বাচন করার জন্যই আমরা নির্বাচনে এসেছি। কিন্তু বিগত ৫ বছরে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন নির্বাচনে দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছে। আমাদের এখনও দ্বিধা আছে নির্বাচন নিয়ে। তাই আওয়ামী লীগের সাথে এ আলোচনায় বসি।”
তিনি বলেন, “১৯৯১ সালের মতো নীরব বিপ্লব বয়ে যেতে পারে জাতীয় পার্টির ভোটে। ভোটারদের ভোট কেন্দ্রে আসার পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছে আওয়ামী লীগ।”
যাতে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ায় সেজন্য বুধবারের বৈঠকটি কাউকে না জানিয়ে রুদ্ধদ্বার করা হয়েছে বলে চুন্নু জানিয়েছেন।
এর আগে জাতীয় পার্টি জানায়, আসন্ন নির্বাচনে কোনো জোট-মহাজোট নয়, নিজস্ব দলীয় প্রতীকেই (লাঙ্গল) অংশ নেবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৭টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জাপা।