আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট গণতন্ত্রের ধারা চায় না, দেশের কল্যাণ চায় না। তাই তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সন্ত্রাস করে। আমাদের আরও কাজ আছে, শেষ করতে চাই। ভোট দেয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। সবাই সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে আসবেন। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু হয়- সেটা চাই। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা নির্বাচনে বিশ্বাস করে না। মানুষের ভোট কেড়ে নেয়াই তাদের চরিত্র। জন্মলগ্ন থেকেই ভোট কারচুপি বিএনপির চরিত্র। এটা করতে পারবে না বলেই তারা ভোটে আসে না। এজন্য জ্বালাও-পোড়াও করে। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
দেশের অগ্রযাত্রা থেমে থাকবে না জানিয়ে তিনি বলেন, বিএনপির হরতাল তাল হারিয়ে ফেলেছে। তাতে মানুষ আর নাচে না। দেশের অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না। দেশ এগিয়ে যাবে।
এর আগে সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলও তার ভোটাধিকার প্রয়োগ করেন।