আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই ভোটে আসতে ভয় পায় বিএনপি। তারা জ্বালাও পোড়াও আর মানুষ খুন ছাড়া আর কিছু দিতে পারে না’।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে সবশেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আছি ১৫ বছর। ২০০৮ সালের নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম। সেবার বিএনপির নেতৃত্বে ২০ দলীয় ঐক্যজোট আর আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট ছিল। সেই নির্বাচনে শুধুমাত্র নৌকা মার্কায় আওয়ামী লীগ পেয়েছিল ২৩৩টি সিট। আর বিএনপি পেয়েছিল মাত্র ৩০ সিট। তারপর থেকে বিএনপি আর নির্বাচনে আসতে চায় না, ভয় পায়। যার জন্য তারা সন্ত্রাস করে’।
বিএনপির দু:শাসন, দুর্নীতি আর সন্ত্রাস জঙ্গিবাদের কারণেই দেশে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি গণতন্ত্র আর ভোটের অধিকার ছিনিয়ে নিতে ভোট বানচালের ষড়যন্ত্র করছে’।
নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি বানানোর ঘোষণা দিয়ে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আর পেছনের দিকে তাকাবে না, এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। নৌকা মার্কা দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, আর এই নৌকা মার্কাই উন্নত দেশ গড়ে তুলবে।
এর আগে বিকেল সোয়া ৩টার দিকে শহরের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল পৌনে ৪টায় তিনি বক্তব্য শুরু করেন। বক্তব্য চলাকালে আসরের আজান শুনে বিরতি দেন তিনি। আজান শেষ হলে ফের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।