June 5, 2023, 12:56 pm
সর্বশেষ:
বিএনপির সময় দেশে প্রতিদিন ১৮ ঘন্টা বিদ্যুৎ ছিল না: আমু অনুমতির না পাওয়ায় এবার ছুটির দিন বিক্ষোভ কর্মসূচি পালন করতে চায় জামায়াত আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব উদযাপন কয়রায় আইনজীবীদের সাথে ইঞ্জিঃ প্রেম কুমারের মতবিনিময় ৪ দিন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা কালভার্ট নির্মানে অনিয়মে ফাটলে ঝুকিপূর্ণ কালভার্ট হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী দুর্বৃত্তদের দেয়া বিষে চার লক্ষাধিক টাকার গাভির মৃত্যু, আরও ৫টি গাভি অসুস্থ চা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী আমিরাতে ১৫ জুন থেকে মধ্যাহ্ন বিরতি, অমান্য করলে জরিমানা

নিখোঁজের পাঁচ দিন পর মিললো ব্যবসায়ীর লাশ

  • Last update: Thursday, April 6, 2023

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আবু সাঈদ (২৫) নামের এক জুতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু সাঈদ জীবননগর পৌর এলাকার হাইস্কুলপাড়ার মোহাম্মদ রইস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে জীবননগর পৌর এলাকার আশতলা পাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisements

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আবু সাঈদ জীবননগর বাজারে মেসার্স ইয়ান সু নামে দোকানে জুতার ব্যবসা করতেন। গত রোববার (২ এপ্রিল) ভোরে নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সেই থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ওইদিন আবু সাঈদকে তার পরিবারের লোকজন খুঁজে না পেলে পরদিন সোমবার (৩ এপ্রিল) পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি জিডি করেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে জীবননগরের পৌর এলাকার আশতলা পাড়ার একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বিশ্বাস আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC