কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নেমে নিখোঁজের ২দিন পর উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির মাহফুজের লাশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মহেশখালীর সোনাদিয়া উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহফুজ ফটিকছড়ির ধর্মপুর মিয়াজী পাড়ার মাহবুবুর রহমানের ছেলে।
মহেষখালী থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় জাকির হোসেন নামের এক বাসিন্দা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে সেখানে গিয়ে মাহফুজের লাশ শনাক্ত করে তার স্বজনরা। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন মাহফুজ।
Drop your comments: