![Screenshot_2020-06-08 chiranjeevi-sarji jpg (JPEG Image, 1200 × 625 pixels)](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/Screenshot_2020-06-08-chiranjeevi-sarji-jpg-JPEG-Image-1200-×-625-pixels.png)
না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জিবী সারজা। তার বয়স হয়েছিলো মাত্র ৩৯ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়ক। তার মৃত্যুতে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।
‘আই লাভ ইউ’, ‘প্রেমা বরাহ’, ‘দন্ডম দশগুণম’, ‘বর্ধনায়ক’, ‘বায়ুপুত্র’সহ অনেক কন্নড় সিনেমা অভিনয় করেছেন চিরঞ্জিবী সরজা। অভিনয় গুণেই দর্শক প্রিয় হয়ে উঠছিলেন তিনি। ক্যারিয়ারের সু-সময়ে হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে গেলেন অভিনেতা।
এক দক্ষিণী তারকা আল্লু সিরিশ লিখেছেন, ‘চিরঞ্জিবী সারজার আকষ্মিক মৃত্য়ুর খবরে হতবাক। মাত্র ৩৯ বছর বয়স হয়েছিল। তার পরিবারের প্রতি সমবেদনা রইল। চিরুর আত্মার শান্তি কামনা করি।’
Drop your comments: