নাশকতা মামলায় সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিকে আবারও কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে আদালতে জামিন চাইলে বিচারক আব্দুল আলীম আল রাজী তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে পৃথক দুটি মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অগ্রিম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. ইফতেখার আলী জানান, কথিত দুটি নাশকতা মামলায় ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই জেলা জজ আদালতে জামিনের প্রার্থনা করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে মেয়র চিশতিকে কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জানুয়ারি নাশকতা মামলায় কারাগারে যান এই বিএনপি নেতা। এরপর ৬ ফেব্রুয়ারি তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে নানা ঘটনার পর গত ২০ জুন স্বপদে বহাল হয়েছিলেন এই মেয়র।