নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার নোয়াগাঁ ইউনিয়নে শেখকান্দী গ্রামের বাসিন্দা সাদেক(৪৬) এর নিজ বাড়ি হতে দুইহাজার পিস ইয়াবা সহ আটক ২। ২১ মে আনুমানিক সকাল ১০:৩০ মিনিটে সোনারগাঁ থানার তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ জাকির রাব্বানী নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজন কে আটক করা হয়।
আটকৃতরা হলেন , রাজিয়া সুলতানা (২৭) ও সাদক (৪৬)। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র এ এস আই, শাহিন আলম, এ এস আই ইলিয়াস সঙ্গীও ফোর্স তাদেরকে দুই হাজার পিস ইয়াবা টেবলেট সহ আটক করে।
Drop your comments: