নাইজারে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারালেন ১৭ সেনা সদস্য। মালি সীমান্তে চালানো ওই আক্রমণে আরও ২০ জন গুরুতর আহত। খবর টিভিসি নিউজের।
বুধবার (১৭ আগস্ট) এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে রাজধানীতে নেয়া হয়। জরুরি ভিত্তিতে শুরু হয় চিকিৎসা।
দেশটির সামরিক বাহিনীর বিবৃতি অনুসারে, বনি ও তোরোদি এলাকায় সন্ত্রাসবাদ দমনে অভিযান চালায় সেনাবহর। এ সময় সশস্ত্র গোষ্ঠীর প্রায় ১০০ সদস্য হতাহত হয়েছে, এমনটাও জানিয়েছে নাইজার সেনাবাহিনী। গেলো এক দশক ধরে আফ্রিকার দেশগুলোয় প্রভাব বিস্তার করে রেখেছে আল-কায়েদা, আইএস ও বোকো হারামের মতো জঙ্গি সংগঠন।
Drop your comments: