![InShot_20220716_152307436](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/InShot_20220716_152307436-scaled.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব শক্রুতার জের হিসাবে বর্গাচাষি মোঃ বশির মিয়ার রোপনকৃত ধানী জমি ঘাস মারার ঔষদ ছিটিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। প্রতিপক্ষ উপজেলার করিমপুর গ্রামের জমির মিয়া (৪৫), কায়েছ মিয়া (২২), গোপাল নগর গ্রামের সুশীতল দেব (৫৫) এর বিরুদ্ধে।
আজ শনিবার (১৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ বশির মিয়া জানান, গত ১২ জুলাই ভোর ৬টার দিকে জমির মিয়াসহ গংরা সম্মিলিত ভাবে তার রোপনকৃত ধানী জমি ঘাস মারার ঔষদ ছিটিয়ে জ্বালিয়ে দেয়। প্রতিবাদ করায় জমির মিয়ার হাতে থাকা রামদা দিয়ে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা করে। ঐ সময় ১নং স্বাক্ষী হিসেবে শফিক মিয়াসহ অন্যান্য লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি উক্ত ভূমির মালিক শ্রীমঙ্গল শহরের উম্মে সালমা বেগমকে অবগত করেন।
এ ঘটনায় জমির মিয়া গংদের অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভূকতভোগী এবং সরেজমিনে উপজেলার কমলগঞ্জ পৌরসভার অধিনস্থ একজন কৃষি কর্মকতা ও কমলগঞ্জ থানার পুলিশি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত বক্তব্যে তিনি আরো জানান, জমির মিয়া, কায়েছ মিয়া, সুশীতল দেব ও তার সহযোগীরা সুদখোর, ভূমি জবরদখল, নারীদেরকে যৌন হয়রানীসহ একাধিক অপরাধের সাথে জড়িত পাশাপাশি বাজে প্রকৃতির মানুষ বটে। তাদের এহেন জঘন্য আচরন এলাকার লোকজন অতিষ্ট।
এমন কোন অপরাধ নেই যাহা তাদের মাধ্যমে সংঘটিত হয়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। কিন্তু এলাকায় মানুষ ভয়ে মুখ খুলছে রাজি না। বর্তমানে পরিবারের লোকজন নিয়ে ভয়ে নিরাপত্তা হীনতায় রয়েছেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি সাংবাদিকদের লেখনির মাধ্যমে সচেতন মহলসহ উচ্চপদস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছানো সম্ভব বলে দাবী রেখে সকল প্রকার সহায়তা প্রার্থনা কামনা করেন।