ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় চালু হলো চীনের তৈরি দেশের প্রথম ‘হাইড্রোলিক এলিভেটর ড্যাম।’ চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের ভরাশঙ্খ খালে নির্মিত এ ড্যামটি উদ্বোধন করেন কৃষি ও ভূমিমন্ত্রী।
রোববার (১১ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ড্যামটি উদ্বোধন করেন তারা। এ ড্যামের ফলে ওই এলাকার সেচ সুবিধার পরিসর বাড়বে।
রাবার ড্যামের সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচত অনেক আগে থেকেই। কিন্তু এই প্রথম দেশে উদ্বোধন করা হলো আধুনিক প্রযুক্তির হাইড্রোলিক এলিভেটর ড্যাম। রাবার ড্যামের সঙ্গে এর মূল পার্থক্যই হলো রক্ষণাবেক্ষণ সহজ এবং সল্প সময়ে এটি ব্যবহার করা যায়। ড্যামটি উজান থেকে নেমে আসা মিঠা পানি সংরক্ষণ ও সাগর থেকে আসা লবণ পানির অনুপ্রবেশ ঠেকিয়ে ফসল রক্ষা করবে।
এ কারনে ওই এলাকার সেচ সুবিধার পরিসর বাড়বে। ফলে তিন হাজার হেক্টর জমিতে সাড়ে ১৩ হাজার মেট্রিকটন খাদ্য শস্য, উৎপাদন সম্ভব। যার আনুমানিক বাজার মূল্য ২৪ কোটি টাকা।
বরুমচড়া ও বারখাইন এলাকার সংযোগ ব্রিজের কাজ করবে নবনির্মিত এই ড্যাম। পাশাপাশি ব্যবহৃত হবে পর্যটনকেন্দ্র হিসেবেও।