পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করে করোনা টিকা প্রদান এবং দেশে আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীদের দ্রুত ফেরত পাঠানোসহ ৬ দফা দাবি জানানো হয়েছে। ছুটিতে এসে করোনাকালে বাংলাদেশে আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীরা মঙ্গলবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান।
তাদের অন্য দাবিগুলো হলো:
১. ইতোমধ্যে মালয়েশিয়া থেকে যারা সে দেশে যাওয়ার অনুমোদন পেয়েছেন তাদের বাংলাদেশ ওয়ান স্টপ ভিসা সেন্টারের মাধ্যমে রি-এন্ট্রি ভিসা দিয়ে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে নিজ কর্মস্থলে পাঠানো।
২. ‘মাই ট্রাভেল পাস’ অ্যাপ্লাই করে কূটনৈতিক চেষ্টা চালিয়ে সাত কর্মদিবসের মধ্যে অ্যাপ্রুভালের ব্যবস্থা করা।
৩. দেশে আটকে থাকা সব মালয়েশিয়ান প্রবাসীদের দ্রুত দেশটির স্ব-স্ব কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করা।
৪. নিয়োগকর্তা যোগাযোগ করছে না এমন সব মালয়েশিয়ান প্রবাসীদের তালিকা করে পুনরায় তাদের কর্মস্থলে ফিরিয়ে নিতে উদ্যোগ নেওয়া এবং বর্তমান অবস্থা বিবেচনা করে কোয়ারেন্টিনের খরচ সরকারের পক্ষ থেকে বহন করা।
মানববন্ধন প্রবাসীরা বলেন, ‘আমরা ছুটিতে থাকাকালীন করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়। ওই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা দেশে অবস্থান করছি। অনেকের কাজের মেয়াদ শেষ হয়েছে, কারও হতে যাচ্ছে। কাজবিহীন দেশে থাকতে থাকতে অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। তাই সরকারের কাছে ওপরের দাবিগুলো জানাচ্ছি। সরকার যেন আমাদের বিষয়ে একটু ভাবে।’