আব্দুল্লাহ আল শাহীন, ইউএই থেকেঃ দেশে আটকা পড়া প্রবাসীদের টিকা প্রদানের ব্যবস্থা করতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরের কাছে দাবি জানান সাংবাদিকেরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আমিরাত ও বাংলাদেশ ভিত্তিক বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের অংশ গ্রহণে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে এ দাবি জানান আমিরাতে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নেতৃবৃন্দ। এসময় সাংবাদিকরা বলেন, সম্প্রতি আমিরাতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে ফ্লাইট চালুর ব্যাপারে টিকাকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের সাথেও ফ্লাইট বন্ধ রয়েছে। ফ্লাইট স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে যদি টিকাকে গুরুত্ব দেওয়া হয় তাহলে দেশে আটকা পড়া প্রবাসীদের ফেরত আসা কঠিন হয়ে যাবে। এ ব্যাপারে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা বলেন, বাংলাদেশ সরকারের কাছে এই তথ্য প্রেরণ করে দ্রুত প্রবাসীদের টিকা প্রদান করা হোক।
সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে রাষ্ট্রদূত জানান, “ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা বিষয়টি জানিয়েছি। দেশে টিকা আসামাত্র প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি।”
আজ রবিবার (২৩ মে) মধ্যাহ্নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। জুমের মাধ্যমে এসময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান জনি, সহ-সম্পাদক মুহাম্মদ মোদাচ্ছের শাহ, সহ-সম্পাদক মুহাম্মদ আবদুল আলীম সাইফুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান,দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ আমিরাতের জনপ্রিয় সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি জুম অ্যাপসের মাধ্যমে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে যোগদান করেন।
এছাড়াও উপ রাষ্ট্রদূত মুহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর সহ যুগ্ম সম্পাদক সনজিত কুমার শীল, সাংবাদিক সাইফুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তারা।
’উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়।