স্বল্প সময় ও সহজে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমিরাতে রপ্তানির সুযোগ চেয়েছেন বাংলাদেশী নারী উদ্যোক্তারা।
শনিবার (২৪ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসী নারী উদ্যোক্তাদের সংগঠন ‘বাংলাদেশী নারী উদ্যোক্তা ফোরাম’ এর আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
এসময় নারী উদ্যোক্তারা বলেন, ‘আমিরাতে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে গার্মেন্টস খাত খুবই উর্বর। প্রয়োজন শুধু দেশ থেকে পণ্য নিয়ে আসার সহজলভ্যতার। ভারত ও পাকিস্তান থেকে মাত্র এক সপ্তাহে পণ্য নিয়ে আসা গেলেও বাংলাদেশ থেকে আনতে প্রায় দেড় দুই মাস সময় লেগে যায়৷ রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ ছাড়া এর সমাধান সম্ভব নয়৷’
নারী উদ্যোক্তাদের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপ্রের সভাপতি আবিদা হোসেন, বিশেষ অতিথি ছিলেন শেফালী আকতার আখি।
আবিদা হোসেন বলেন, ‘আমিরাতে যেভাবে নারীরা সংগঠিত হয়ে ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছেন তা অন্যতম এক দৃষ্টান্ত। ব্যবসার পাশাপাশি মানবিক কার্যক্রমেও তারা অংশ নিচ্ছেন।’
বিজয় মেলায় ২০টি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পোশাক, পাটজাত পণ্য, জুতা, ব্যাগ, খাবার, মসলা, প্রসাধনী, পাহাড়ি বস্ত্রসহ নানা পণ্য স্থান পায়। এদিন বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানগুলো৷
নারী উদ্যোক্তাদের মধ্যে মেলায় অংশ নেন রোকসানা মজুমদার, নাজমা সুলতানা, সনি কোরাইশি, কামরুন্নেছা, রুনা লাইলা, শাজিয়া, ফাতিমা জাহান, শারফিন আফরোজ, সাদিয়া হাইদার, লিসা সাগর, রুনা নেসা, রোকসানা সায়েদ ও উম্মে কলসুম।
মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে মুহাম্মদ নাজমুল হকের পরিচালনায় প্রবাসী শিল্পীদের ছিল মনোমুগ্ধকর পরিবেশনা৷ গান পরিবেশন করেন, মাসুম, জাবেদ, কাজী, রনী৷