
দুবাই সিটি বিএনপির নব গঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে দুবাইয়ের ক্রুজে এই অনাড়ম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দুবাই সিটি বিএনপির সভাপতি এরশাদ কন্ট্রাক্টরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম। এইচ এম জসিম উদ্দিন ও তারিফ আহমদ পলাশের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহি আলম। বক্তব্য রাখেন, শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহীনুর শাহীন, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুন নাহার স্বপ্না, এস এম মোদাসসের শাহ, শাহদাত হোসেন সুমন, দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জু।
আরও বক্তব্য রাখেন জামাল উদ্দিন, হুমায়ুন কবির সুমন, লোকমান হোসেন, শহিদুল্লাহ, মুহাম্মদ জিয়া, সেলিম আজাদ, মোস্তাফা চৌধুরী, মুহাম্মদ ইলিয়াস, ওসমান গণী, দিদারুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে নব গঠিত কমিটির নেতৃবৃন্দসহ দলের স্থানীয় পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে দলের ভবিষৎ পরিকল্পনা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তাঁরা বলেন, নির্বাচন যেন কোনো ষড়যন্ত্রে বাধাগ্রস্ত না হয়, সেজন্য দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের গণতন্ত্র রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় দেশাত্মবোধক, দলীয় ও আধুনিক গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন।
অনুষ্ঠানটি দুবাই সিটি বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।