দুবাই ও লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন ছিল নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের গোলাম আজিম রুবেলের (২৪)।
এ জন্য লিবিয়ার বেনগাজি শহরে অন্য সাত বাংলাদেশির সঙ্গে অবস্থান করেন রুবেল। কিন্তু স্বপ্নপূরণ হলো না রুবেলের, ইতালি যাওয়ার আগে লিবিয়া পুলিশের তল্লাশি অভিযানের সময় পালাতে গিয়ে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যান গোলাম আজিম রুবেল।
বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা তার আত্মীয় পারভেজ ছাদ থেকে পড়ে রুবেলের মৃত্যুর বিষয়টি মোবাইলে রুবেলের পরিবারকে জানিয়েছেন। এর আগে বাংলাদেশ সময় বুধবার গভীর রাতে বেনগাজি শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম আজিম রুবেল নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব লামছি প্রসাদ গ্রামের মজিদের হাট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে রুবেল ছিলেন তৃতীয়।
নিহত রুবেলের বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে রুবেল। পরিবারের ইচ্ছে না থাকলেও নিজের জীবন-জীবিকার কথা চিন্তা করে আট মাস আগে দুবাইয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রুবেল। দুবাই গিয়ে কয়েক দিন থাকার পর সেখান থেকে লিবিয়া যায় সে।