
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরীকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। তিনি দুবাই যাচ্ছিলেন।
গ্রেফতারের পর আমজাদ চৌধুরীকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় আমজাদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জানা গেছে, আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ১৫ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গতকাল রাতে তিনি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে থেকে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। সেখানে ইমিগ্রেশন পুলিশ আমজাদ হোসেন চৌধুরীকে শনাক্ত করার পর সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেয়। রাতেই ইমিগ্রেশন পুলিশ আমজাদকে তাদের কাছে হস্তান্তর করে।
আমজাদ হোসেন চৌধুরী তার পারিবারিক প্রতিষ্ঠান রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ওই গ্রুপের অধীন সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।
সর্বশেষ ২০২১ সালের ২৬ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং শাখা থেকে মো. আমজাদ হোসেন চৌধুরীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে চিঠি দেওয়া হয়।
আমজাদের ভাই আসলাম চৌধুরী নাশকতাসহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।